রাজশাহী

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে রাসিকের প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী।

আগামী ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচিগুলো হলো, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, ১১টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ যোহর মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় নগরীর মসজিদসহ সকল ধর্মীয় উপাসানালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকেল ৪টায় নগর ভবন হতে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর হয়ে নগরভবন পর্যন্ত শোভাযাত্রা, পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়ানো, কেককাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন কমিটির সদস্য ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইভেন্ট ম্যানেজমেন্ট শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন রাসিকের ভারপ্রাপ্ত উপসচিব তৈমুর হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button