কৃষিরাজশাহী

দুর্গাপুরে ড্রাগনের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি কৃষক

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: ড্রাগন চাষে ব্যাপক সফলতা পেয়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামের ড্রাগন চাষি আইনাল হক। ড্রাগন চাষের পাশাপাশি তার বাগানে আরও রয়েছে মাল্টাগাছ, লেবুগাছ, পেয়ারাগাছ ও লিচু গাছসহ বিভিন্ন প্রকারের ফলের গাছ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ২০১৯ সালে ১০ কাঠা জমিতে লাল জাতের ড্রাগনের বাগান গড়ে তুলেন আইনাল হক। প্রায় দেড় থেকে ২ বছরেই ড্রাগন গাছে ফল ধরেছে। বাগানে গাছে গাছে শোভা পাচ্ছে বিভিন্ন সাইজের ড্রাগন। ড্রাগন গাছের সবুজ কাঁটা কাঁটা ডালে ঝুলছে লাল সবুজ ফল। ড্রাগন চাষি আইনাল হক জানান, আমি গত ৩ বছর পূর্বে ১০ কাঠা জমিতে ড্রাগন চাষ করে গত বছরে ১ লাখ ৪৮ হাজার টাকার ড্রাগণফল বিক্রি করতে পেরেছি। এরপরে গত বছর আবারো ১০ কাঠা জমিতে ড্রাগন চাষ শুরু করেছি। তিনি আরও জানান, এখন বর্তমান বাজারে ২৫০ টাকা কেজি দরে ড্রাগন ফল বিক্রি হচ্ছে। আশা করছি এ বছর আরও ২ লাখ টাকার বেশি ড্রাগন ফল বিক্রি করতে পারবো। আমার মতো এখন এ অঞ্চলের অনেক বেকার যুবক মাল্টা চাষের পাশাপাশি ড্রাগন চাষেও ব্যাপক আগ্রহী হয়ে ওঠেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, দূর্গাপুর উপজেলায় মাল্টা চাষের পাশা পাশি ড্রাগন চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মাল্টা উৎপাদনের চেয়ে ড্রাগন চাষে দশগুণ বেশি লাভবান হতে পারে এ অঞ্চলের কৃষক। এছাড়াও কম খরচে ফলজ বাগান তৈরি করে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে। যদি কেউ ড্রাগন চাষে আগ্রহী হয় তাহলে আমাদের সর্বাত্বক সহযোগীতা থাকবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button