শিক্ষা

ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা ৬ সেপ্টেম্বর শুরু

জনপদ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশে একযোগে শুরু হবে।

এ পরীক্ষা ১৯ জুলাই প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। যা ১৯ অক্টোবর শেষ হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান জানান, সারাদেশে ৭১১টি কেন্দ্রে ১৮৭৯ টি কলেজের প্রায় ২ লাখ পরীক্ষার্থী এতে অংশ নেবে। পরীক্ষা শুরুর সময় দুপুর ১টা ৩০ মিনিট। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button