বরিশালসারাবাংলা

বরগুনায় বিএনপি নেতার ব্যাবসাপ্রতিষ্ঠানে যুবলীগ নেতার হামলা

জনপদ ডেস্ক: পরকীয়ার অভিযোগে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউর রহমান ফাহিমের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মামুন। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের পূর্ব মাথায় ফাহিম মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। এতে উভয় আহত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথামিক চিকিৎসা নিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতা মামুন বিএনপি নেতা ফাহিমের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে লাঠি দিয়ে হামলা চালায়। পরে ফাহিম নিজের দোকানে থাকা রড দিয়ে মামুনের আঘাত প্রতিহত করে।

বিএনপি নেতা ফাহিম জানান, ‘দোকানের বেচাবিক্রির সময় মামুন এসে উপর অতর্কিত হামলা চালায়। আমিও আত্মরক্ষার জন্য তাকে প্রতিহত করি। মামুন মাদকাসক্ত। তার স্ত্রীর সাথে এ নিয়ে ঝামেলা চলছে। তার অপকর্মের কথা বলাবলি করায় আমার দোকানে হামলা চালাতে আসে।’

এ বিষয়ে যুবলীগ নেতা মামুনের অভিযোগ, ‘আমার স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত রয়েছে ফাহিম। এদের বিভিন্ন ধরনের কল রেকর্ড আমার সংরক্ষণে আছে। আমি এ নিয়ে ফাহিমকে ফিরে থাকতে বার বার অনুরোধ করি। এরপরও ফাহিম আমার স্ত্রীর সাথে যোগাযোগ রাখে। এতে ক্ষিপ্ত হয়ে আমি তার দোকানে যাই।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button