রাজশাহী , সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ছোবল দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে বাঘার শ্রমিক নিজের নামে ইন্সটিটিউট স্থাপনে প্রধানমন্ত্রীর ‘না’ রাবি শিক্ষকদের প্রথম দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন মেয়র লিটনকে আ.লীগ নেতা বাবুল হত্যা মামলার আসামী করার ঘোষণার প্রতিবাদে আ.লীগের সংবাদ সম্মেলন সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আমি থাকতেই প্রতিটি বিভাগে মেট্রোরেল করে দেব : প্রধানমন্ত্রী এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় : সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের দুর্গাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী নাইম গ্রেফতার সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা লঘুচাপের প্রভাব : সারা দেশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত বাজার মূলধনে যোগ হলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল জুনে প্রচণ্ড গরমে ভুগেছেন বাংলাদেশের ১৭ কোটি মানুষ সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ

এইচআইভি আক্রান্ত ১৭ নারীর সুস্থ সন্তান প্রসব

  • আপডেটের সময় : ১১:৪০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
  • ৮০ টাইম ভিউ
Adds Banner_2024

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে এইচআইভি আক্রান্ত ১৭ জন নারী সুস্থ সন্তান প্রসব করেছেন। এইচআইভি সেবা জোরদার প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া এসব শিশু মায়ের বুকের দুধও পান করেছে।

শনিবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চমেক হাসপাতালে গাইনি ও প্রসূতি বিভাগের প্রধান ও প্রকল্পের ফোকাল পয়েন্ট ডা. শাহানারা চৌধুরী এসব তথ্য জানান।

ডা. শাহানারা চৌধুরী বলেন, ‘জন্ম নেওয়া ১৭ শিশু সুস্থ আছে। তাদের আমরা নিয়মিত চেকআপ করি।’

র‌্যালির উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদতিনি বলেন, মা হতে শিশুর শরীরে এইচআইভি সংক্রমণ প্রতিরোধের লক্ষে ২০১৩ সাল থেকে এ হাসপাতালে প্রিভেনশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) সেবাটি চালু রয়েছে। এ পর্যন্ত ৫৬ হাজার ৪৪৫ জন গর্ভবতী বিনামূল্যে এ সেবা গ্রহণ করেছেন।

‘একজন প্রসূতি নারীকে ডেলিভারির পূর্বে ছয়টি পরীক্ষা করানো হয়। কিন্তু এখন এইচআইভিসহ সাতটি পরীক্ষা করানো হচ্ছে। যাতে এইচআইভি সংক্রমণ রোধ করা যায়।’ বলেন ডা. শাহানারা।

আলোচনা সভায় বক্তব্য দেন চমেক হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সাবেক প্রধান ও এইডস বিশেষজ্ঞ ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘এইচআইভি ভাইরাস বহনকারী ব্যক্তি যদি সঠিক চিকিৎসা গ্রহণ করেন, তাহলে বছরের পর বছর বেঁচে থাকতে পারবেন। এইচআইভিকে এখন মরণব্যাধি না বলে নিরাময়যোগ্য রোগ বলা যেতে পারে।’

‘১৯৯৪ সালে চট্টগ্রামের রাউজানে এক ব্যক্তির এইচআইভি ভাইরাস শনাক্ত হয়। তিনি এখনো বেঁচে আছেন। এখনো তিনি দ্বিতীয় ধাপে আছেন। আরও পাঁচটি ধাপ বাকী। এ রোগীর মতো আরও অনেকে বছরের পর বছর চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবন-যাপন করছেন।’। যোগ করেন ডা. সিরাজুল ইসলাম।

এইচআইভি আক্রান্ত ১৭ নারী সুস্থ সন্তান প্রসব করার মধ্যে দিয়ে এ ভাইরাস সংক্রমণ বন্ধ সম্ভব উল্লেখ করে ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের ৯৫ শতাংশ রোগী প্রবাসী। তাদের কারণে এইচআইভি ঝুঁকি বাড়ছে। সিলেটও একই কারণে এইচআইভি ঝুঁকিতে আছে। তাই প্রবাসীদের মধ্যে সচেতনা সৃষ্টি করতে পারলে এ রোগের ঝুঁকি অনেকটা কমে যাবে। এছাড়া যৌনকর্মী, মাদকসেবীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।

এর আগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে হাসপাতালের মূল ফটক থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল ও কলেজের প্রধান প্রধান স্থান ঘুরে নতুন অ্যাকাডেমিক ভবনে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ, চমেক উপাধ্যক্ষ ডা. প্রদীপ কুমার দত্ত, বি এম এ চট্টগ্রামের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. মনোয়ারুল হক, চমেক হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ রফিকুল মওলা প্রমূখ।

Adds Banner_2024

এইচআইভি আক্রান্ত ১৭ নারীর সুস্থ সন্তান প্রসব

আপডেটের সময় : ১১:৪০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে এইচআইভি আক্রান্ত ১৭ জন নারী সুস্থ সন্তান প্রসব করেছেন। এইচআইভি সেবা জোরদার প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া এসব শিশু মায়ের বুকের দুধও পান করেছে।

শনিবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চমেক হাসপাতালে গাইনি ও প্রসূতি বিভাগের প্রধান ও প্রকল্পের ফোকাল পয়েন্ট ডা. শাহানারা চৌধুরী এসব তথ্য জানান।

ডা. শাহানারা চৌধুরী বলেন, ‘জন্ম নেওয়া ১৭ শিশু সুস্থ আছে। তাদের আমরা নিয়মিত চেকআপ করি।’

র‌্যালির উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদতিনি বলেন, মা হতে শিশুর শরীরে এইচআইভি সংক্রমণ প্রতিরোধের লক্ষে ২০১৩ সাল থেকে এ হাসপাতালে প্রিভেনশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) সেবাটি চালু রয়েছে। এ পর্যন্ত ৫৬ হাজার ৪৪৫ জন গর্ভবতী বিনামূল্যে এ সেবা গ্রহণ করেছেন।

‘একজন প্রসূতি নারীকে ডেলিভারির পূর্বে ছয়টি পরীক্ষা করানো হয়। কিন্তু এখন এইচআইভিসহ সাতটি পরীক্ষা করানো হচ্ছে। যাতে এইচআইভি সংক্রমণ রোধ করা যায়।’ বলেন ডা. শাহানারা।

আলোচনা সভায় বক্তব্য দেন চমেক হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সাবেক প্রধান ও এইডস বিশেষজ্ঞ ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘এইচআইভি ভাইরাস বহনকারী ব্যক্তি যদি সঠিক চিকিৎসা গ্রহণ করেন, তাহলে বছরের পর বছর বেঁচে থাকতে পারবেন। এইচআইভিকে এখন মরণব্যাধি না বলে নিরাময়যোগ্য রোগ বলা যেতে পারে।’

‘১৯৯৪ সালে চট্টগ্রামের রাউজানে এক ব্যক্তির এইচআইভি ভাইরাস শনাক্ত হয়। তিনি এখনো বেঁচে আছেন। এখনো তিনি দ্বিতীয় ধাপে আছেন। আরও পাঁচটি ধাপ বাকী। এ রোগীর মতো আরও অনেকে বছরের পর বছর চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবন-যাপন করছেন।’। যোগ করেন ডা. সিরাজুল ইসলাম।

এইচআইভি আক্রান্ত ১৭ নারী সুস্থ সন্তান প্রসব করার মধ্যে দিয়ে এ ভাইরাস সংক্রমণ বন্ধ সম্ভব উল্লেখ করে ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের ৯৫ শতাংশ রোগী প্রবাসী। তাদের কারণে এইচআইভি ঝুঁকি বাড়ছে। সিলেটও একই কারণে এইচআইভি ঝুঁকিতে আছে। তাই প্রবাসীদের মধ্যে সচেতনা সৃষ্টি করতে পারলে এ রোগের ঝুঁকি অনেকটা কমে যাবে। এছাড়া যৌনকর্মী, মাদকসেবীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।

এর আগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে হাসপাতালের মূল ফটক থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাসপাতাল ও কলেজের প্রধান প্রধান স্থান ঘুরে নতুন অ্যাকাডেমিক ভবনে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ, চমেক উপাধ্যক্ষ ডা. প্রদীপ কুমার দত্ত, বি এম এ চট্টগ্রামের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. মনোয়ারুল হক, চমেক হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ রফিকুল মওলা প্রমূখ।