আইন ও আদালতজাতীয়টপ স্টোরিজ

রিফাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সব আসামি খালাস

জনপদ ডেস্ক: নুরুল ইসলাম রিফাত হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

আজ বুধবার ১৭ আগস্ট সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শামছু হাবিব বিদ্যুৎ, রুমান কার্জন, মানিক ও রাসেল কবীর।

রিফাত চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের ছোট ভাই।

গত ২০১৪ সালে এ মামলায় হাইকোর্টের রায় বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। ওই সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় দিয়েছিলেন। তবে তারা রিভিউ করলে মামলাটি ফের আপিল শুনানির জন্য পাঠায় আপিল বিভাগ।

১৯৯৭ সালের ১৭ জানুয়ারি ইফতার করানোর কথা বলে রিফাতকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরদিন মহাখালীর রিফাত জাহাদ হোটেলের পেছনে রেললাইনে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় ১৮ জানুয়ারি তার ভাই মোঃ ইসমাইল হোসেন ক্যান্টনমেন্ট থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। পরের বছরের ৭ জানুয়ারি আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৭ সালের ২১ জুন বিচারিক আদালত আটজনের যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন।

এ রায়ের বিরুদ্ধে আপিলের পর ২০১০ সালের ১০ নভেম্বর হাইকোর্ট পাঁচজনের সাজা বহাল রেখে তিনজনকে খালাস দেন।

হাইকোর্টে সাজাপ্রাপ্তরা আপিল করলে বুধবার আপিল বিভাগ সবাইকে খালাস দেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button