অপরাধ

খাগড়াছড়িতে জামাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করায় শ্বশুরকে হত্যা

জনপদ ডেস্ক: খাগড়াছড়িতে জামাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করায় শ্বশুরকে হত্যা করা হয়েছে।

আজ রবিবার ১৪ আগস্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।

নিহত শ্বশুরের নাম হোসেন আলী। আর অভিযুক্ত জামাইয়ের নাম কামরুল ইসলাম।

এর আগে, শুক্রবার বিকেলে জেলার মাটিরাঙার তবলছড়ির নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে হোসেন আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, বেশ কয়েক বছর আগে জামাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা করে শ্বশুর। সেই মামলায় ক্ষুদ্ধ হয়ে শ্বশুরকে হত্যার পরিকল্পনা করে তারই মেয়ের জামাই। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে খাবারে চেতনাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে পরে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয় হোসেন আলীকে।

পরে মৃত্যু নিশ্চিত করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। হত্যার প্ররোচনা ও সহযোগিতার অভিযোগে অপর দুই আাসামি সিরাজুল ইসলাম পণ্ডিত ও মো. আশরাফুল আলমকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে, হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আসামি কামরুল ইসলাম। শনিবার সন্ধ্যায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button