আইন ও আদালত

ছাত্রদল সভাপতির মৃত্যুতে ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

জনপদ ডেস্ক: ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ভোলা মডেল থানার এসআই আনিস উদ্দিন, পরিদর্শক (তদন্ত) আরমান হোসেনসহ ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ওই সংঘর্ষে নিহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী ইফ্ফাত জাহান বাদী হয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

৪৬ জন পুলিশ সদস্য ছাড়াও মামলায় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

আদালতের বিচারক আলী হায়দার কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট আমিরুল হক বাসেত এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির পক্ষ থেকে দুটি হত্যা মামলা এবং পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়।

গত ৩১ জুলাই ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে ওইদিন পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। ঘটনার তিন দিন পর লাইফ সাপোর্টে থাকা আহত ছাত্রদল সভাপতি নুরে আলম ঢাকার একটি হাসপাতালে মারা যান।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button