খেলাধুলা

৫৫তম হাফসেঞ্চুরির পর ফিরলেন তামিম

জনপদ ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ব্যাটিং-এ পাঠিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। এ ম্যাচে চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। একইসাথে মোস্তাফিজকেও দ্বিতীয় ওয়ানডেতে পাচ্ছে না দল।

আগের ম্যাচে দলের ধীরগতির ব্যাটিং নিয়ে আলোচনা হয়েছে বেশ। সেটা পেছনে ফেলতেই কি না, আজ শুরু থেকেই তামিম ইকবাল চড়াও হয়েছিলেন স্বাগতিক বোলারদের ওপর। এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে বাংলাদেশকে দারুণ এক শুরুই এনে দিয়েছিলেন তিনি। পেয়েছিলেন ক্যারিয়ারে ৫৫তম হাফসেঞ্চুরির দেখা। তবে এরপরই তিনি ফিরে গেছেন সাজঘরে।

তামিম ফিরে যাওয়ার পর বেশিক্ষণ টিকে থাকতে পারেনি বিজয়ও। ২৫ বলে ২০ রান করে রান আউট হয়েছেন তিনি।

প্রথম ওয়ানডেতে হারের পর আজ দ্বিতীয় ওয়ানডেটা বাংলাদেশের জন্য হয়ে গেছে বাঁচা-মরার লড়াই। হারলেই জিম্বাবুয়ের কাছে টানা দুই সিরিজ হারের লজ্জায় ডুববে তামিম ইকবালের দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভার খেলে ১০৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ, হারিয়েছে ২ উইকেট।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button