রাজশাহী , শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের দুর্গাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী নাইম গ্রেফতার সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা লঘুচাপের প্রভাব : সারা দেশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত বাজার মূলধনে যোগ হলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল জুনে প্রচণ্ড গরমে ভুগেছেন বাংলাদেশের ১৭ কোটি মানুষ সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ উত্তাল বঙ্গোপসাগর,পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩ স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন ২৭ জুলাই ১০ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশ দিল আরব আমিরাত বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলেদেশ দল আ. লীগ নেতা বাবুলের জানাজায় জেলা সভাপতি অনিল কুমার লাঞ্ছিত এমপি শাহরিয়ার আলমের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: খায়রুজ্জামান লিটন প্রাথমিক শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তীব্র গরমে পাকিস্তানে হাঁসফাঁস, ছয়দিনে ৫ শতাধিক মানুষের মৃত্যু সারাদেশে বজ্রবৃষ্টির আভাস, তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি

খুলনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর জামাই গুলিবিদ্ধ

  • আপডেটের সময় : ০৯:০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
  • ৯৬ টাইম ভিউ
Adds Banner_2024

খুলনা প্রতিনিধিঃ খুলনায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের জামাই ও বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম প্রভাসচন্দ্র দত্ত (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন।প্রভাস চন্দ্র দত্ত বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি।

শুক্রবার  (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কতিপয় দুর্বত্তরান মহাগরীর বকশীপাড়ার প্রভাসের বাসায় ঢুকে হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ প্রভাসচন্দ্র দত্তকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে প্রভাসচন্দ্র দত্ত বাসায় ফেরেন। তিনি দরজা খুলে বাসার ভেতরে ঢোকার সময় অজ্ঞাত পরিচয় মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা গুলির শব্দ শুনে বাসার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা প্রভাস চন্দ্রকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা আরো জানান, এক বছর আগে প্রভাস চন্দ্রের স্ত্রী আত্মহত্যা করেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে। তারা কেউ বাড়িতে ছিলেন না।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সুত্রে জানা গেছে প্রভাস চন্দ্রকে তার ডান পাশের তলপেটে গুলি করা হয়েছে। অস্ত্রপচার শেষ হলে তার শারীরিক অবস্থার তথ্য জানা যাবে ।

মন্ত্রীর ছেলে বিশ্বজিৎ চন্দ্র চন্দ দাবি করে বলেন, ব্যাক্তিগত কোন আক্রোশ নয়, রাজনৈতিক প্রতিহিংসা  জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে।

মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের জামাইয়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হুমায়ুন কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল হক বাংলার জনপদকে বিষয়টি নিশ্চিত করে  বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হুমায়ুন কবির বলেন, ঘটনার পর থেকেই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে আটক করতে বিশেষ অভিযান শুরু হয়েছে।

Adds Banner_2024

খুলনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর জামাই গুলিবিদ্ধ

আপডেটের সময় : ০৯:০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮

খুলনা প্রতিনিধিঃ খুলনায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের জামাই ও বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম প্রভাসচন্দ্র দত্ত (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন।প্রভাস চন্দ্র দত্ত বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি।

শুক্রবার  (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কতিপয় দুর্বত্তরান মহাগরীর বকশীপাড়ার প্রভাসের বাসায় ঢুকে হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ প্রভাসচন্দ্র দত্তকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে প্রভাসচন্দ্র দত্ত বাসায় ফেরেন। তিনি দরজা খুলে বাসার ভেতরে ঢোকার সময় অজ্ঞাত পরিচয় মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা গুলির শব্দ শুনে বাসার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা প্রভাস চন্দ্রকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা আরো জানান, এক বছর আগে প্রভাস চন্দ্রের স্ত্রী আত্মহত্যা করেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে। তারা কেউ বাড়িতে ছিলেন না।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সুত্রে জানা গেছে প্রভাস চন্দ্রকে তার ডান পাশের তলপেটে গুলি করা হয়েছে। অস্ত্রপচার শেষ হলে তার শারীরিক অবস্থার তথ্য জানা যাবে ।

মন্ত্রীর ছেলে বিশ্বজিৎ চন্দ্র চন্দ দাবি করে বলেন, ব্যাক্তিগত কোন আক্রোশ নয়, রাজনৈতিক প্রতিহিংসা  জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে।

মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের জামাইয়ের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হুমায়ুন কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল হক বাংলার জনপদকে বিষয়টি নিশ্চিত করে  বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হুমায়ুন কবির বলেন, ঘটনার পর থেকেই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে আটক করতে বিশেষ অভিযান শুরু হয়েছে।