Breaking Newsবিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

জনপদ ডেস্কঃ সারা দেশ গত কয়েকদিনে লোডশেডিংয়ের কবলে পড়েছে। তবে সবাই নিয়ম মেনে চললে ৫০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. তৌফিক-ই-ইলাহী বলেন, এটা এখন একটা যুদ্ধের মতো পরিস্থিতি। তাই সবাইকেই সচেতন হয়ে কাজ করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে প্রত্যেক বিতরণসংস্থাকে অ্যাপস ডেভেলপ করতে বলা হয়েছে। সবাই নিয়ম মেনে চললে ৫০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হবে না।

তিনি জানান, আগামী সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান পরিস্থিতি চলমান থাকতে পারে। সেপ্টেম্বর পর্যন্ত প্রক্ষেপণ করা হয়েছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দৈনন্দিন প্রয়োজন হবে। সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করা হলে এই চাহিদা ১২ হাজার ৫০০ মেগাওয়াটে নামিয়ে নিয়ে আসা সম্ভব হবে।

এ ছাড়া সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে আদানির বিদ্যুৎ আসবে বলে জানিয়ে ড. তৌফিক-ই-ইলাহী বলেন, তখন পরিস্থিতির উন্নতি হবে। আলোকসজ্জা বন্ধ, কোভিডের সময়ের মতো অফিস ও আদালতের সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়ে সরকারকে পরামর্শ দেয়া হবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button