জনপদ ডেস্ক

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ২১৮ বাংলাদেশি হজযাত্রী

জনপদ ডেস্ক: এ পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আগামীকাল রবিবার সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট যাবে।

আজ শনিবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৭৭টি, সৌদি এয়ার লাইন্সের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ৯টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

বুলেটিনে বলা হয়, মোট ১৩৯টি হজ ফ্লাইটে ৩ হাজার ৩৮৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন।

আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। ১৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট ৪ আগস্ট।

এ পর্যন্ত বিভিন্ন কারণে তিনজন নারীসহ ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button