ঢাকাসারাবাংলা

গাজীপুরে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

জনপদ ডেস্ক: গাজীপুরের একটি টেক্সটাইল মিলে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে বিপুল পরিমাণ সুতা, কাপড় ও ঝুটসহ মেশিন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যার পর পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (২৬ জুন) বিকেলে মহানগরীর সদর থানাধীন পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, গাজীপুর মহানগরীর সদর থানাধীন পোড়াবাড়ী এলাকাস্থ র‌্যাবের ট্রেনিং স্কুল-সংলগ্ন সিগমা কমফোর্ট নামের একটি টেক্সটাইল মিলে ঝুট ও তুলা থেকে সুতা ও কাপড় উৎপাদন করা হয়। রোববার বিকেল ৩টার দিকে কারখানায় রাখা ঝুটে আগুনের সূত্রাপাত হয়। মুহূর্তেই আগুন কারখানায় ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, আগুন পুরোপুরি নেভাতে তারা সন্ধ্যার পর পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন। আগুনের এ ঘটনায় কোনো হতাহতো হয়নি। তবে পুড়ে গেছে বিপুল পরিমাণ সুতা, কাপড় ও ঝুটসহ মেশিন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button