সারাবাংলা

পদ্মা সেতুতে নিয়ম না মানায় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

জনপদ ডেস্ক: পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা বা ভিডিও করাসহ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (২৬ জুন) বিকেলে পদ্মা সেতুতে নিয়ম ভঙ্গের দায়ে বেশ কয়েকজনকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সুহেল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যারা হেঁটে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন এবং গাড়ি অথবা মোটরসাইকেল থেকে নেমে ছবি তোলা ও ভিডিও করাসহ ট্রাফিক আইন ভঙ্গ করছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অর্থদণ্ড পাওয়া জসিম নামের একজন বলেন, তিনি সপরিবারে ইলিশ পরিবহনের বাস থেকে নেমে হেঁটে পদ্মা সেতু পাড়ি দিচ্ছিলেন। এমন সময় ইউএনও তাদের আটকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button