আন্তর্জাতিক

কাশ্মীরে জি২০ অনুষ্ঠানের পরিকল্পনা ভারতের, পাকিস্তানের প্রত্যাখ্যান

জনপদ ডেস্ক: সামনের বছর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে জি২০ অনুষ্ঠানের পরিকল্পনা করছে ভারত। ডন নিউজ জানিয়েছে, পাকিস্তান শনিবার দৃঢ়ভাবে এটি প্রত্যাখ্যান করেছে এবং ভারত সরকারের কথিত পরিকল্পনার বিরোধিতা করেছে।

এর আগে গত শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, ভারত আগামী বছর কাশ্মীরে জি২০-এর সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এবং অনুষ্ঠানটি সমন্বয়ের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার আইওজেকে-এর আবাসন ও নগর উন্নয়ন বিভাগ একটি সরকারি আদেশ প্রকাশ করেছে।

তাতে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৪ জুন যোগাযোগ করে নির্দেশনা দেওয়ার ফলে কমিটি গঠন করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের আরেক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের অধীনে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর কাশ্মীরে অনুষ্ঠিতব্য এটিই সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন।

তবে এক বিবৃতিতে প্রতিবেশী রাষ্ট্রের এ ধরনের পরিকল্পনার নিন্দা করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, অধিকৃত কাশ্মীর পাকিস্তান ও ভারতের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘বিতর্কিত’ অঞ্চল।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ভূখণ্ডটি ১৯৪৭ সাল থেকে ভারত জোরপূর্বক এবং অবৈধভাবে দখল করে আছে। এই বিরোধটি সাত দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনার সূচিতে রয়েছে।

সূত্র : দ্য ডন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button