রাজনীতিসারাবাংলা

সীমা লঙ্ঘন করলে ‘হাটে হাঁড়ি’ ভেঙে দেবো: সাক্কু

জনপদ ডেস্ক: সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। সহ্যের সীমা লঙ্ঘন করলে আমিও ‘হাটে হাঁড়ি’ ভেঙে দেবো।

এ সময় সাক্কু আরো বলেন, যদি ২০২৩ সালে দেশে স্বাভাবিক পরিস্থিতি থাকে। আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো। এছাড়াও আগামী কোরবানির ঈদের পরে আনুষ্ঠানিকভাবে দলের কার্যক্রমে অংশগ্রহণ করবো।

সাবেক মন্ত্রী লে. কর্নেল আকবর হোসেনের প্রয়াণ দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির সাবেক নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। শনিবার বিকেলে নগরীর নানুয়ার দিঘিরপাড় নিজস্ব বাসভবনে এই দোয়ার আয়োজন করা হয়। এসময় তিনি এসব কথা বলেন।
কুমিল্লা নগরীর ২৭ টি ওয়ার্ড ও সদর আসনের ছয়টি ইউনিয়নের সাক্কুর অনুসারীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সাক্কুর ছোট ভাই আইনজীবী কাইমুল হক রিংকু, বিএনপি নেতা নজরুল হক ভুইয়া স্বপনসহ দলীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সাক্কু ৩৪৩ ভোটে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতের নিকট পরাজিত হন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button