পরিবেশ ও জীববৈচিত্র্য

বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়া

জনপদ ডেস্ক: বিজ্ঞানেরই ভাষ্য ছিল- ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক জীব। মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না তাকে।

কিন্তু সম্প্রতি এমন এক ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, যাকে খালি চোখেই দেখা যায়। এটি ২ সেমি. পর্যন্ত লম্বা হতে পারে, (একটি চীনা বাদামের সমান) যা সাধারণ ব্যাকটেরিয়ার চেয়ে ৫০০০ গুণ বড়।

এটি দেখতে অনেকটা লম্বা তারের মতো দেখায়। তার নাম রাখা হয়েছে থিওমার্গারিটা ম্যাগনিফিকা, সংক্ষেপে টি. ম্যাগনিফিকা।

সাধারণত ব্যাকটেরিয়াতে তার জেনেটিক অঙ্গাণুগুলো কোষের ভেতর ভেসে থাকে। কিন্তু এই বিশেষ ব্যাকটেরিয়াতে সেই অঙ্গাণুগুলো ধারণের জন্য আলাদা প্রাচীরের থলি রয়েছে- যা উন্নত প্রাণীদের কোষে দেখা যায়।

বৃহস্পতিবার একটি বিজ্ঞান জার্নালে প্রকাশিত সমীক্ষায় বলা হয় উত্তর আমেরিকার পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ গুয়াদেলুপের ম্যানগ্রোভ বনে এটিকে খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এএফপি

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button