আইন ও আদালতজাতীয়টপ স্টোরিজ

কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অবৈধ সম্পদের মামলা

জনপদ ডেস্ক: প্রায় ১৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সাবেক রাজস্ব কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ জুন) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা রুজু করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সাবেক রাজস্ব কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবরসহ মোট ১ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৪০০ টাকার সম্পদের তথ্য প্রদর্শন করেন। কিন্তু দুদকের অনুসন্ধানে আসামি মো. জয়নাল আবেদীনের ১৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদের আয়ের উৎসের স্বপক্ষে রেকর্ডপত্র বা দালিলিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। যা অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ। দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

২০১৯ সালের ২৯ আগস্ট তাকে সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়। জয়নাল আবেদীন গত ২২ অক্টোবর সম্পদ বিবরণী দাখিল করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button