নির্বাচনসারাবাংলা

ইউপি নির্বাচন: টাঙ্গাইলে আ.লীগ ১১, বিদ্রোহী ২, স্বতন্ত্র ৫টিতে জয়ী

জনপদ ডেস্ক: টাঙ্গাইলে শা‌ন্তিপূর্ণভা‌বে ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। জেলার ছয় উপ‌জেলায় ১৮‌ ইউ‌পির ম‌ধ্যে আওয়ামী লীগ ১১‌, বি‌দ্রোহী ২‌ এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হ‌য়ে‌ছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মধুপুরে ৬ ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ ও ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।

মধুপুর উপ‌জেলার বিজয়ীরা হলেন- কুড়াগাছা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক সরকার (নৌকা) ৫ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম (আনারস) পেয়েছেন ৩ হাজার ৪৭৯ ভোট। আউশনারা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা (নৌকা) ৪ হাজার ৩০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুস ছালাম (আনারস) পে‌য়ে‌ছেন ৪ হাজার ১৪ ভোট, শোলাকুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইয়াকুব আলী (নৌকা) ৬ হাজার ৭০১ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন (টেলিফোন) ৩ হাজার ২৬ ভোট পেয়েছেন।

বেরীবাইদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জুলহাস উদ্দিন (নৌকা) ৭ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান (আনারস) ২ হাজার ১৫১ ভোট পেয়েছেন। মহিষমারা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন মহির (আনারস) ৯ হাজার ৪৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোতালেব (নৌকা) পে‌য়ে‌ছেন ৪ হাজার ৭৩৮ ভোট। কুড়ালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফজলুল হক (নৌকা) জয়লাভ করেছেন।

মির্জাপুরের তিন ইউনিয়নে নৌকা ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন- বহুরিয়া ইউনিয়নে আবু সাইদ ছাদু (নৌকা) বিজয়ী হয়েছেন। আজগানা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের (নৌকা) ১০ হাজার ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম (মোটরসাইকেল) ৫ হাজার ৪৫৪ ভোট পে‌য়ে‌ছেন। ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাজী আব্দুর রউফ (নৌকা) ৩৬৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন তালুকদার (মোটরসাইকেল) পে‌য়ে‌ছেন ৩৪৭৬ ভোট।

তরফপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আজিজ রেজা (মোটরসাইকেল) ৫৯০৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফুর রহমান (চশমা) পে‌য়ে‌ছেন ৫৫২৩ ভোট। ভাওড়া ইউনিয়নে মাসুদুর রহমান (ঘোড়া) প্রতী‌কে ৪৫৮৬ ভোট পেয়ে বিজয়ী হ‌য়ে‌ছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহিদুর রহমান খান (আনারস) পান ৩৭৬০ ভোট। লতিফপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন রনি (মোটরসাইকেল) ৪৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন (আনারস) পেয়েছেন ৩৭২৪ ভোট।

সখীপুর উপজেলার দুই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে দাড়িয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আনছার আলী আসিফ (নৌকা) পান ৮ হাজার ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছানোয়ার হোসেন (আনারস) পেয়েছেন ৫ হাজার ৫৮০ ভোট। গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন (নৌকা) ৪ হাজার ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল মিয়া (মোটরসাইকেল) ২ হাজার ১৮৯ ভোট পে‌য়ে‌ছেন।

বাসাইল উপজেলার দুই ইউপি নির্বাচনে এক‌টি‌তে আওয়ামী লীগ আ‌রেক‌টি‌তে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হ‌য়ে‌ছেন। এর মধ্যে বাসাইল সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সোহানুর রহমান সোহেল (নৌকা) ২৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম (আসারস) পে‌য়ে‌ছেন ২১৫২ ভোট। কাশিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা রমজান আলী মিয়া (মোটরসাইকেল) ৮৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী মির্জা রাজিক (নৌকা) পে‌য়ে‌ছেন ৭২১৯ ভোট।

নাগরপুরের ভাড়রা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ মিয়া ঘোড়া প্রতী‌ক নিয়ে বিজয়ী হয়েছেন। দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাত হোসেন (ঘোড়া) ৫৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী কৃষ্ণ কান্ত দে সরকার (নৌকা) পে‌য়ে‌ছেন ৩৩৭৩ ভোট।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো কোনো কেন্দ্রে ইভিএম স্লো থাকায় ভোটগ্রহণ বিলম্ব হয়। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button