Breaking Newsখেলাধুলা

টাইগারদের সিরিজ জয়ের হাতছানি এবং ক্যারিবীয়দের সিরিজ বাঁচানোর লড়াই

ক্রিড়া প্রতিবেদকঃ আজ শুক্রবার (২৯ নভেম্বর) শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশের কাছে ম্যাচটি সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচ, অন্যদিকে এই ম্যাচ দিয়ে সিরিজ হার এড়াতে চায় উইন্ডিজ।

এর আগে গত ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হওয়া প্রথম টেস্টে উইন্ডিজকে ৬৪ রানে হারায় বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে জয় তো বটেই, ড্র করতে পারলেই বাংলাদেশ পাবে সিরিজ জয়ের সম্মান।

সেটি সম্ভব হলে ২০০৯ সালের পর এবারই প্রথম উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে অবশ্য করতে হচ্ছে অনেক হিসেবনিকেশ। এক ম্যাচ হেরে পিছিয়ে থাকা ক্যারিবীয়দের দল এই ম্যাচে নামবে নিজেদের সেরা পারফরম্যান্স ঢেলে দিয়েই। ক্যারিবীয়দের সফলভাবে মোকাবেলা করা বাংলাদেশের জন্য তাই চাট্টিখানি কথা নয়। এছাড়া আলোচনা হচ্ছে উইকেট নিয়েও।

চট্টগ্রাম টেস্টে স্পিন বান্ধব উইকেট অনেক সমালোচনা কুড়ালেও একই পথে হাঁটতে পারে ঢাকা টেস্টও। অন্তত এমনই আভাস পাওয়া গেছে ম্যাচের আগের দিন পর্যন্ত। সেক্ষেত্রে দুই দলের একাদশে, বিশেষত বাংলাদেশের একাদশে থাকতে পারে স্পিনারদের ছড়াছড়ি। ক্যারিবীয় পেস আক্রমণে কিছুটা ‘দুঃসময়’ চলছে, যার ফলে চোটের কারণে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার ও আরেক তারকা পেসার শ্যানন গ্যাব্রিয়েল থাকবেন না এই ম্যাচে। যদিও এরকম কোনো বাধা ছাড়াই বাংলাদেশ একাদশে অবহেলিত থাকতে দেখা যেতে পারে পেসারদের!

ম্যাচে উইন্ডিজ একাদশে পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। পরিবর্তন আসছে বাংলাদেশ একাদশেই। ছোটখাটো চোটের কারণে ইমরুল কায়েস বাদ পড়েছেন এই টেস্টের স্কোয়াড থেকেই। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা সাদমান ইসলামকে। আর বুধবার পাওয়া চোট সেরে না উঠলে মুশফিকুর রহিমের পরিবর্তে নামতে হতে পারে শেষমুহুর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া লিটন দাসকে।


একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

 স্বাগতিক বাংলাদেশ: সাদমান ইসলাম, সৌম্য সরকার, লিটন দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান

ওয়েস্ট উইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমেয়ার, সুনীল আমব্রিস, রস্টন চেজ, শেন ডওরিচ, কিমো পল, দেবেন্দ্র বিশু, জমে ওয়ারিক্যা

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button