খেলাধুলা

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী উইন্ডিজ শিবির: বাংলাদেশকে ঠেকাতে ব্র্যাথওয়েটের পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদকঃ ‘জয়ের ব্যাপারে আমরা  আত্মবিশ্বাসী। ছেলেরা সবসময়ই ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমাদের মাঠের পরিকল্পনায় অটল থাকতে হবে এবং লড়তে হবে।’ বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সাংবাদিকদের সাথে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আলাপকালে সফরকারী অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এমন আত্ববিশ্বাস প্রকাশ করেছেন।

দুই ম্যাচের সিরিজ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় নেই জয়ের কোনো সুযোগ। দ্বিতীয় ও শেষ টেস্টে জয় পেলেও বড়োজোর ড্র হবে সিরিজ, ম্যাচে ড্র কিংবা হার হলে তো খোয়াতে হবে সিরিজই। তবে ঢাকা টেস্টে জয়ের ব্যাপারে ব্র্যাথওয়েট বেশ আশাবাদী। তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ছেলেরা সবসময়ই ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমাদের মাঠের পরিকল্পনায় অটল থাকতে হবে এবং লড়তে হবে।’

সিরিজে পিছিয়ে থেকেও কোনো চাপে নেই বলে দাবি করে উইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট বলেন, ‘আমরা কোনো চাপে নেই। আমরা জানি আমাদের কী করতে হবে। এটা ঠিক আমরা ১-০ পিছিয়ে আছি। অতএব আমরা সিরিজে সমতা আনতেই খেলবে। এই ক্ষেত্রে ওপরের ৫ ব্যাটসম্যানকে অবশ্যই রান করতে হবে। যা আমাদের ম্যাচ জয়ে সহযোগিতা করবে।’

গত টেস্টে কেন ক্যারিবীয়রা হেরেছিল, সেটিও ময়নাতদন্ত করেছেন সফরকারী অধিনায়ক। তার মতে, কিছু রান বেশি দেওয়ায় এবং ফিল্ডিং আশানুরূপ না হওয়ায় পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয়েছে উইন্ডিজকে।

তিনি বলেন, ‘আমার মনে হয় প্রথম টেস্টে আমরা ৪০-৫০টি রান বেশি দিয়েছি। আমরা চারটি ক্যাচও ছেড়েছি। এইসব বিষয় যদি নিয়ন্ত্রনে রাখতে পারি এবং আমাদের ওপরের ৫ ব্যাটসম্যান যদি বড় সংগ্রহ এনে দিতে পারে তাহলে সিরিজ ড্র’র পথে আমরা নিজেদের সঠিক জায়গায়ই রাখতে পারব।’

সিরিজ হার এড়াতে কী করা প্রয়োজন সেটি নিজেদের জানা আছে বলেই দাবি এই ক্রিকেটারের। এজন্য ব্যাটসম্যানদের কাছে রানের জন্য তাকিয়ে থাকছেন তিনি।

উল্লেখ্য, আজ শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে গত ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হওয়া প্রথম টেস্টে উইন্ডিজকে ৬৪ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button