আবহাওয়া

গরম আরও বাড়বে : আবহাওয়া অধিদপ্তর

জনপদ ডেস্ক : খুলনা বিভাগের চার জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। গরম কিছুটা বেড়ে তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ জুন) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

এখন দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি। মঙ্গলবার বরিশাল ও খুলনা বিভাগে বলতে গেলে বৃষ্টি হয়নি। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বেশি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে, ১০৪ মিলিমিটার। এসময়ে ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।

রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও ভ্যাপসা গরমে নগরজীবনে অস্বস্তি রয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে মেঘে মেঘে বৃষ্টি নামার আবহ তৈরি হলেও শেষ পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button