অপরাধঅর্থনীতি-ব্যবসাসারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

জনপদ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে ২০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রম্যমাণ আদালত। এ সময় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার (১৩ মে) দুপুরে সরাইল বিকাল বাজারে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন অভিযানটি পরিচালনা করেন।

জানা গেছে, বিকাল বাজারের বিসমিল্লাহ অয়েল ভাণ্ডার থেকে ২০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তেল মজুদ রাখার অপরাধে মালিক মোঃ রমজান মোল্লাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।

এ সময় সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button