Breaking Newsসারাবাংলা

লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু বুধবার

জনপদ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে বুধবার শুরু হবে লঞ্চের স্পেশাল সার্ভিস। অগ্রিম টিকিটও দেয়া হবে সেদিন থেকেই।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর উপপরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার জানান, ঈদে অভ্যন্তরীণ নদীপথে যাত্রীবাহী নৌযানের নিরাপদ ও দুর্ঘটনামুক্ত চলাচল এবং যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে রবিবার বিআইডব্লিটিএ কার্যালয়ে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বুধবার থেকে স্পেশাল সার্ভিস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেয়া শুরু হবে। ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পর পর্যন্ত লঞ্চে কোনো মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না। এই ১০ দিন নদীতে কোনো বাল্কহেডও চলবে না।

উল্লেখ্য, ঢাকার সদরঘাট থেকে ৪৩টি রুটে লঞ্চ চলাচল করে। এ টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে ৮০টি লঞ্চ চলাচল করলেও ঈদযাত্রায় চলবে প্রায় দুইশ’ লঞ্চ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button