ক্রিকেটখেলাধুলা

সাউথ আফ্রিকা বনাম সাউথ আফ্রিকা, মুমিনুলে কেন এমন মনে হয়?

জনপদ ডেস্ক: আগামী কাল বৃহস্পতিবার ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ টেস্ট দল। ওয়ানডেতে সিরিজ জেতা টাইগাররা এবারও আশাবাদী। সাথে আছে সাউথ আফ্রিকার কন্ডিশন, উইকেট আর খেলোয়াড়দের হাড়ে হাড়ে চেনা কোচিং প্যানেল। রাসেল ডমিঙ্গো থেকে অ্যালান ডোনাল্ড কিংবা অ্যালবি মরকেল, এই সাউথ আফ্রিকানরাই ওদের মাটিতে সাউথ আফ্রিকাকে হারানোর মূল হাতিয়ার। তাই বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুনিনুল হকেরও মনে হয়েছে, টাইগাররা নয়, প্রোটিয়াদের বিপক্ষে লড়ছে প্রোটিয়ারাও।

টেস্ট সিরিজের আগে সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, ‘ওয়ানডেতে আপনারা দেখেছেন, মনে হচ্ছিল পুরো দক্ষিণ আফ্রিকা দলই খেলছিল। চার-পাঁচজন, দুই-তিনজন (সাউথ আফ্রিকান) ছিলেন কোচিং স্টাফে। একটা দেশের বিপক্ষে খেলতে গেলে যদি সে দেশের কোচিং স্টাফ আপনার দলে থাকে, তাহলে আপনার জন্য কিছুটা হলেও ইতিবাচক হবে।’

বিশ্বাস নিয়ে টাইগার টেস্ট কাপ্তান বলেন, ‘এ কন্ডিশনে কীভাবে ব্যাটিং করতে হয়, কীভাবে বোলিং করতে হয় (এসব তথ্য পাওয়া যায় তাদের কাছ থেকে)। এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। এগুলো বাড়তি সমর্থন জোগাবে সবাইকেই।’
ডারবানের কন্ডিশন চ্যালেঞ্জ হতে পারে মুমিনুলদের জন্য, বৃষ্টির সম্ভাবনাও আছে। মুমিনুলও মানছেন, পার্থক্য গড়ে দিতে পারে কন্ডিশন। তিনি বলেন ‘সব দেশেই আবহাওয়ার ওপর অনেক কিছু নির্ভর করে। অনেক বড় “ফ্যাক্টর” হতে পারে। ব্যাটিং হোক, বোলিং হোক সব দিক দিয়েই।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button