খেলাধুলা

তাসকিনের পঞ্চম শিকার, পেস দাপটে বিপাকে প্রোটিয়ারা

জনপদ ডেস্ক: সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের দাপটে বিপাকে পড়েছে সাউথ আফ্রিকা। এদিন শুরুতেই বাংলাদেশের উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। তার বলে মাত্র ১২ রানে সাজঘরে ফেরেন কুইন্টন ডি কক।

এরপর জানেমান মালান কাইল ভেরেন্নিকে সাথে নিয়ে জুটি লম্বা করার চেষ্টা করেন। তবে তাসকিন আহমেদ তাকেও থিতু হতে দেননি। ১৬ বলে ৯ রান করে ফিরেছেন ভেরেন্নি। ৩৯ রানে মালানকেও ফিরিয়েছেন তাসকিন আহমেদ। ১১ বলে দুই রান করে সাকিব আল হাসানে বলে আউট হয়েছেন অধিনায়ত টেম্বা বাভুমা।

এরপর আবার তাসকিনের শিকার হন ডোয়াইন প্রিটোরিয়াস। তিনি ২৯ বল খেলে ব্যক্তিগত ২০ রানে উইকেটে পেছনে মুশফিকের হাতে ধরা পড়েন। এছাড়াও ডেভিড মিলার ও রাবাদা দুই জনই তাসকিনের শিকার হন। তারা দু’জনই উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা পেড়েন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ১২৬ রানেই ৮ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে প্রোটিয়ারা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button