রাজশাহী

নাটোরে অব্যাহত ঠাণ্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

জনপদ ডেস্ক: নাটোরে অব্যাহত ঠাণ্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ক্রমাগতভাবে কনকনে ঠাণ্ডা বাতাসে কাহিল হয়ে পড়েছে মানুষজন।

অপরদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্য্যের দেখা মিলছে না। ফলে এই ঠান্ডাকে আরো বাড়িয়ে তুলছে। সন্ধ্যা লাগতে না লাগতেই রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাচ্ছে। সকালে ঠাণ্ডার সাথে হিমেল বাতাসের জন্য কৃষক মাঠে কাজে গেলেও ঠিকমত কাজ করতে পারছে না।

এর আগে গুড়ি গুড়ি বৃষ্টি আর ঘন কুয়াশার কারণে সরিষাসহ রবি ফসলের ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। এছাড়া পেঁয়াজ আর রসুনেরও পাতা মরে যাচ্ছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button