অপরাধরাজশাহী

রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে আটক ২৯ ও মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় (২৭ জানুয়ারি) মোট ২৯ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০৩ জন, বাগমারা থানা ০৬ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০৪ জন, চারঘাট মডেল থানা ০২ জন ও বাঘা থানা ০৪ জনকে আটক করে।

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ রাসেল(২৩) ও ২নং মোঃ রফিকুল ইসলাম রাফি(২৩) কে ৫০গ্রাম হেরোইন, ৩নং সুরেন হেমব্রম(৩৬) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ কামাল হোসেন(৩৫), ২নং মোঃ আবু হাসান(৩২), ৩নং মোঃ শাহিন ইসলাম(২৭) ও ৪নং মোঃ রবিউল ইসলাম(৩৬) কে ১৩লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ সৈয়দ আলী(৩৬) কে ১৫লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ আলমগীর কারিকর(৫০) ও ২নং মোঃ বাবুল আক্তার মন্ডল ওরফে বাবু(৫০) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোছাঃ শাহনাজ বেগম(৪৫) ও ২নং মোছাঃ লতা খাতুন(২৮) কে ৬০গ্রাম হেরোইন, ৩নং মোঃ জহুরুল ইসলাম(৩৮) ও ৪নং মোঃ শফিকুল ইসলাম(৪২) কে ৫০লিটার চোলাইমদসহ আটক করে।

ডিবি পুলিশ রাজশাহী চারঘাট থানা এলাকা হতে ৪০০পিচ ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button