জাতীয়

প্রকৃত তথ্য উপস্থাপন করলে যুক্তরাষ্ট্রের ভুল ভাঙবে : প্রাণিসম্পদ মন্ত্রী

জনপদ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, র‌্যাবের কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রাসহ অন্য কোনো কিছু ব্যহত হওয়ার বা প্রভাবিত হওয়ারও কোনো কারণ নেই।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষনা ইনস্টিটিউটে (বিএলআরআই) বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ভুল তথ্যের ভিত্তিতে র‍্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ব্যাপারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ব্যখ্যা করেছেন।

এই বিষয়ে আমরা প্রকৃত তথ্য তাদের কাছে উপস্থাপন করব। আমাদের বিশ্বাস এতে যুক্তরাষ্ট্রের ভুল ধারণাটা ভেঙে যাবে।

মন্ত্রী আরো বলেন, বিএনপি এখন দেওলিয়া অবস্থায় পৌঁছেছে। আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে বিএনপি এখন রাষ্ট্রের বিরোধিতা করছে।

নিবার্চন কমিশন গঠনে সার্চ কমিটির ব্যাপারে মন্ত্রী বলেন, সার্চ কমিটি নিয়ে বিএনপি নেতারা আবোল তাবোল কথা বলে মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছে। তারা চায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে। আর সেই লক্ষ্যেই দলটির নেতাকর্মীরা দিন রাত ষড়যন্ত্র করে যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে সেটিই বিএনপির গাত্রদাহের কারণ।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএর) মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button