আন্তর্জাতিক

কানাডায় গুলিবিদ্ধ চারজনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ভ্যানকুভারে একটি আবাসিক ভবন থেকে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার জরুরি নম্বর থেকে ফোন পাওয়ার পর একটি বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
কানাডায় গুলিবিদ্ধ চারজনের মরদেহ উদ্ধার

পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহতদের পরিচয় প্রকাশ করা না হলেও তারা একে অপরের পরিচিত বলে ধারণা পুলিশের। এ ঘটনায় কাউকে জড়িত সন্দেহে আটক করা না হলেও নিরাপত্তা বাহিনী বলছে, এটি ‘পূর্বপরিকল্পিত’ হত্যাকাণ্ড। তবে ও এলাকার অপরাধী দলগুলোর সহিংসতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

কানাডায় গত কয়েক বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে বন্দুক সহিসংতা। ২০১৩ সালের পর থেকে দেশটির বৃহত্তম শহরগুলোয় অপরাধী দলগুলোর ঘটানো হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে দেশটিতে এ ধরনের ২৭৭টি হত্যার ঘটনা ঘটেছিল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button