টপ স্টোরিজসারাবাংলা

টিকা সনদ না দেখে খাবার পরিবেশন: জরিমানা ৪০ হাজার

জনপদ ডেস্ক: নগরের মুরাদপুরের আয়োজন রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা ও হোটেল জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ভঙ্গ ও গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টে খাবার পরিবেশন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।

বুধবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চসিকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অপর অভিযানে পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে ষোলশহরের কর্ণফুলী কমপ্লেক্সে পরিচালিত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন ব্যাগে পণ্যসামগ্রী বিক্রির দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button