রাজশাহী

আরটিজেএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসানের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ থেকে মাইনুল হাসান জনি (সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য)-এর সদস্য পদ বাতিল হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (২৬ জানুয়ারি) সংগঠনের নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে সংগঠনের নিয়মশৃংখলা পরিপন্থী ও সংগঠনের ভাবমূর্তি বিনষ্টের দায়ে আরটিজেএ-এর গঠনতন্ত্রের ০৮ এর (গ) ধারা অনুযায়ী মাইনুল হাসান জনির সদস্য পদ বাতিল করা হয়।

ফলে স্বয়ংক্রিয়ভাবে সাধারণ সম্পাদক হিসেবেও তার উক্ত পদ বাতিল হয়ে যায়। কাজেই সংগঠনের সাধারণ সম্পাদকের পদ শূন্য হওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, মাইনুল হাসান জনি আরটিজেএ-এর পরিচয়ে বা পদ-পদবী বা সিল ব্যবহার করে কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে এর কোনো দায়ভার আরটিজেএ বহন করবে না।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button