খেলাধুলা

তামিমের সঙ্গে আলোচনা চালাচ্ছে বিসিবি

স্পোর্টস ডেস্ক: দেশসেরা ওপেনার তামিম ইকবাল আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না-বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এই বোমা ফাটানোর পর থেকে দেশের ক্রিকেটে তোলপাড় চলছে। তাঁর এই সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টা করছেন বিসিবির কর্মকর্তারা।

আজ মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, তাঁরা তামিমের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘আজ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিজে তামিমের সঙ্গে বসেছিলেন।

আমিও ছিলাম। ওর সঙ্গে কী কথা হয়েছে তা এখনই বলা যাবে না। সব কাজ প্রচার করে করা ঠিক না। এইটুকু বলতে পারি, আমরা চাই তামিম, সাকিব, রিয়াদের মতো সিনিয়ররা খেলা চালিয়ে যাক। তামিমের নিজস্ব একটা প্ল্যান আছে। সে আমাদের বলেছে। সেই প্ল্যান নিয়েই সে ক্যারিয়ার এগিয়ে নিতে চায়।’

এর আগে জাতীয় দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন তামিমের সঙ্গে কথা বলেও ব্যর্থ হন। তিনি সাংবাদিকদের বলেছিলেন, “সুজন বলেন, ‘মাঠে দাঁড়িয়ে কথা বলে সমস্যার সমাধান হবে না। জালাল ভাই (জালাল ইউনুস) এবং আমি একসঙ্গে বসে কথা বলব বিপিএল শেষে। যদিও সে তার সিদ্ধান্তে অটল। এর পরও আমরা চাই সমস্যার সমাধান করতে।”

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button