আইন ও আদালত

কাটাখালিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাদাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কাটাখালিতে ব্যবসায়ী জনি ইসলামকে অপর ব্যাবসায়ী রোকনুজ্জামান মানিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদাদাবির আভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১জানুয়ারি রাত ১.৫০মিনিটে রোকনুজ্জামান মানিক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে ভুক্তভোগী জনি ইসলামের আইডিতে মেসেজ করে বলে, “শুনো জনি তুমি যদি ৫লাখ টাকা দাও তাহলে সব পোষ্ট ডিলিট করে দিবো, টাকা না দিলে সামনে সংবাদ সম্মেলন হবে এবং তার জন্য তুমি রেডি থেকো। এদিকে এ ম্যাসেজ দেখার ভুক্তভোগী জনি উক্ত বাক্যের কারন জানতে চাইলে অভিযুক্ত মানিক তার কোন স্বদউত্তর দেননি। ভুক্তভোগী জনি তাৎক্ষনিক বার্তাটির স্ক্রিনশট নিয়ে পরিবারের অন্যসদস্য ও বন্ধুবান্ধবদের দেখায় এবং পরদিনই কাটাখালি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে বিষয়টি নিয়ে কথা হয় অভিযোগকারী জনি ইসলামের সাথে তিনি বলেন, আমি এমন কিছু করি নি যার কারণে আমাকে এভাবে হুমকি দেয়া হবে বা আমার কাছে থেকে চাঁদা চাওয়া হবে। এবিষয়ে আমি থানায় অভিযোগ করেছি।

অন্যদিকে অভিযুক্ত রোকনুজ্জামান মানিকে একাধিকবার মোবাইলে কল করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button