চট্টগ্রামসারাবাংলা

মাঘের আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

জনপদ ডেস্ক: মাঘের মাঝামাঝিতে নগরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেড়েছে শীতের তীব্রতা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

লঘুচাপের প্রভাবে আকাশ আরও একদিন মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আগামীকালও থাকতে পারে। এর প্রভাবে রাতের দিকে তাপমাত্র স্বাভাবিকের তুলনায় আরও ২-৩ ডিগ্রী কমতে পারে।

আকাশে মেঘমালা কেটে গেলে হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

এদিকে, নগরে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েন রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ। সঙ্গে ছাতা না থাকায় অনেককেই কাকা ভেজা হয়ে গন্তব্যে ছুটতে হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button