ঢাকাসারাবাংলা

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত

জনপদ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশনে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন।

বৃহস্পতিবার ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা ও দুটি বগি লাইনচ্যুত হয়। শ্রীপুর রেলস্টেশন মাস্টার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বেলা সোয়া ১১টার দিকে শ্রীপুর স্টেশন ত্যাগ করে। ট্রেনটি কাওরাইদ স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, কাওরাইদ রেলস্টেশন এলাকায় রেললাইন মেরামতে কাজ চলছিল। মেরামতকারীরা (গ্যাং সদস্যরা) লাইনের নিচে কাঠের অংশ সরিয়ে ফেলেন। বিষয়টি কাওরাইদ স্টেশনমাস্টারকে অবহিত করেননি তারা। এদিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে দুই নম্বর লাইনে প্রবেশের অনুমতি দেন কর্মরত স্টেশনমাস্টার। পরে ট্রেনটি স্টেশনের প্রবেশের আগেই একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

তবে রেলস্টেশনের এক নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলেও জানিয়েছেন হারুন অর রশিদ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button