জনপদ ডেস্কজাতীয়টপ স্টোরিজ

বছরের প্রথম সংসদ অধিবেশন আজ বিকালে

জনপদ ডেস্ক: নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ। একাদশ সংসদের ষোড়শ এ অধিবেশন বিকাল ৪টায় শুরু হচ্ছে। রেওয়াজ অনুযায়ী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে তার ওপর আলোচনা হবে। সে হিসাবে এবারের অধিবেশন দীর্ঘ হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অধিবেশন সংক্ষিপ্তও হতে পারে।

সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোভিড পরিস্থিতির ওপর এর ব্যাপ্তি নির্ভর করছে।

রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে এবারের অধিবেশনে।

সংসদের পঞ্চদশ অধিবেশন গত বছরের ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস চলে ২৮ নভেম্বর শেষ হয়। ওই দিন অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় এবারের অধিবেশনও সাংবাদিকরা সংসদ থেকে কাভার করতে পারবেন না। সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে কভার করতে হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button