Breaking Newsআবহাওয়া

বৃষ্টি কমে বাড়তে পারে শীত

জনপদ ডেস্ক: শীত যাই যাই শুরু করলেও আবারো কমতে শুরু করেছে তাপমাত্রা। কয়েকদিন সারা দেশের কয়েক জায়গায় বৃষ্টিপাত দেখা দিলেও আগামী তিনদিন কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা আর এতে করে রাতের তাপমাত্রা কমতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button