সিলেট

পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু

জনপদ ডেস্কঃ সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী এক যুবতীর মৃত্যু হয়েছে। তার নাম আমেনা বেগম (২৪)। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পুরাতন হাবড়া গ্রামের জহির আলীর মেয়ে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ২৪ বছর বয়সি শারীরিক প্রতিবন্ধী আমেনা বেগম, বৃদ্ধ মায়ের সাথে একই ঘরে রাত্রি যাপন করতেন। ঘটনার দিন ঘরের বারান্দার গেট খুলে মসজিদে ফজরের নামাজে যান আমেনার পিতা জহির আলী। এসময় তিনি মেয়ে আমেনাকে তার মায়ের পাশে শুয়ে থাকতে দেখেন। নামাজ পড়ে এসে তিনি ফের ঘুমুতে যান। এদিকে সকাল ৭টায় ঘুম থেকে উঠে বিছানায় মেয়েকে না পেয়ে খোঁজতে শুরু করেন মা। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। তুলে এনে স্থানীয় ডাক্তার ডাকলে, তিনি তাকে মৃত ঘোষণা করেন।

ও খবর পেয়ে, সুরতহাল তৈরি শেষে ময়না তদন্তের জন্যে লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পরিবারের লোকজনের ধারণা, সে নিয়মিত নামাজ পড়তো। সকালে ওযু করতে গিয়ে হয়তো পা পিছলে পুকুরে পড়ে যায়।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই রুমেন আহমদ বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button