খেলাধুলা

ঢাকা টেস্ট: ফাওয়াদ-রিজওয়ানে এগোচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ফ্লাড লাইটের আলোতে শুরু হয়েছে ঢাকা টেস্টের চতুর্থ দিন খেলা। বল হাতে দুর্দান্ত শুরু করেছিল টাইগাররা। চতুর্থ দিনের শুরুতে পরপর দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ।

চার রানের ব্যবধানে ফেরেন আগের দিনের অপরাজিত যুগল বাবর আজম ও আজহার আলী। পঞ্চম উইকেটের জুটিতে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান ও ফাওয়াদ আলম।

প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও ব্যাট করছেন তারা। ইতিমধ্যে ১০১ বলে ৫০ রানের জুটি গড়েছেন রিজওয়ান-ফাওয়াদ। তাইজুল দ্বিতীয় স্পেলে ৪ ওভার ১ মেডেন ৯ রান। কোনো উইকেট পাননি। বিরতির পর তার পরিবর্তে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। আরেক প্রান্তে এবাদত।

এর আগে দিনের শুরুতেই আজহার আলীকে সাজঘরে পাঠান পেসার এবাদত হোসেন। এবাদতের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ হয়নি। লিটন দাসের সহজ ক্যাচে ৫৬ রানে আউট হন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আজহারের আউটে ভেঙে যায় ১২৩ রানের জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফাওয়াদ আলম আসেন।

এরপরই বাবর আজমকে এলবিডব্লিউ করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পান খালেদ আহমেদ। বাবর ১২৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর জাতীয় দলে অনিয়মিত পেসার খালেদ নিজের তৃতীয় টেস্টে এসে প্রথম উইকেটের দেখা পান। সেটাও আবার টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যতম ব্যাটসম্যানকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট রাঙান তিনি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button