ক্রিকেটখেলাধুলা

১৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। মাত্র ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় টাইগাররা।

শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন টাইগার ব্যাটসম্যান সাদমান ইসলাম। আউট হওয়ার আগে করেছেন ১২ বলে মাত্র ১ রান। এর আগে প্রথম ইনিংসে তিনি ২৮ বলে ১৪ রান করে পাক পেসার হাসান আলির শিকার হয়েছিলেন।

এক বল পর শাহিন আরেক শিকার বানান নাজমুল হাসান শান্তকে। প্রথম বল ডট দেওয়ার পর দ্বিতীয় বলটিতেই খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারেননি নাজমুল। প্রথম স্লিপে ধরা পড়েছেন। কোনো রান না করেই ফিরে গেছেন তিনি।

হতাশ করেছেন অধিনায়ক মুমিনুল হক। কোনো রান না করেই সাজঘরে ফিরলেন তিনি। এর আগে প্রথম ইনিংসেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। সাজিদ খানের বলে আউট হওয়ার আগে করেছিলেন ১৯ বলে মাত্র ৬ রান। আজ সেটিও পারলেন না। হাসান আলির বলটা ঠিকভাবে খেলতে পারেননি মুমিনুল। তার ব্যাটে লেগে বল চলে গিয়েছিল মিডউইকেটে। আজহার আলী কোনো ভুল না করেই ক্যাচটি তালুবন্দি করলেন।

এর আগের ওভারেই শাহিন আফ্রিদির বলে আউট হতে হতেও বেঁচে গিয়েছিলেন মুমিনুল। কিন্তু জীবন পেয়েও কিছু করতে পারলেন না। ১৫ রানে তিন উইকেট হারিয়ে লজ্জার এক রেকর্ড গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এর আগে ২০ রানের নিচে কখনো ৩ উইকেট হারায়নি বাংলাদেশ।

এদিকে, বাংলাদেশের চতুর্থ অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে শূন্য রানে আউট হলেন মুমিনুল। এর আগে খালেদ মাসুদ, খালেদ মাহমুদ ও মুশফিকুর রহিমের এই রেকর্ড ছিল।

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে প্রত্যাশিতভাবেই পাক পেসারদের তোপে পড়েন বাংলার ব্যাটাররা। টাইগার বাহিনীর এ মুহুর্তে লিড ৬৫ রান।

এর আগে তৃতীয় দিনে তাইজুলের ঘূর্ণিতেই সবকটি উইকেটের বিনিময়ে ২৮৬ রানে গুটিয়ে যায় প্রথম টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস। দলের হয়ে সেঞ্চুরি করেন আবিদ আলি। টাইগারদের চেয়ে ৪৪ রানে পিছিয়ে থেকে থামে পাকিস্তানের ইনিংস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরুতে পাকিস্তান শিবিরে তাইজুল ইসলাম জোড়া আঘাত হানেন। আবদুল্লাহ শফিক ও আজহার আলিকে শিকারে পরিণত করেন তাইজুল ইসলাম। দুজনেই তাইজুলের এলবডব্লিউর ফাঁদে পা দেন। আবদুল্লাহ করেন ৫২ রান। আজহার রানের খাতাই খুলতে পারেননি। এরপর দলীয় ১৬৯ রানে বাবর আজমকে বোল্ড আউট করেন মেহেদী হাসান মিরাজ। ফেরার আগে পাকিস্তান দলপতি করেন ১০ রান। তাইজুল শিকার করেছেন ফাওয়াদ আলমের উইকেটও।

সফরকারীদের পঞ্চম উইকেটের পতন ঘটান টাইগার পেসার ইবাদত হোসেন। স্কোর বোর্ডে ৫ রান তুলে ইবাদতের এলবিডব্লিউর শিকার হন মোহাম্মদ রিজওয়ান। ১৩৩ রান করা আবিদ আলিকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। ২৮২ বলে আবিদের ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছয়ের মার। নিজের পরের ওভারেই হাসান আলিকে বোকা বানান তাইজুল। সামনে এসে খেলতে এলে লিটন দাস তাকে স্টাম্পিং করেন।

এরপর দ্রুত পাকিস্তানের ইনিংস শেষের সম্ভাবনা দেখা দেয়। কিন্তু এরপরও যেন ফাহিম আশরাফ নিজ কাঁধে দায়িত্ব নিয়ে পাকিস্তানের ইনিংস বড় করছিলেন। শেষ দিকে ৮০ বলে ৩৮ রান করেন তিনি। শাহিন শাহ আফ্রিদি ১৩ রান করে অপরাজিত থাকেন। ৭ উইকেট নিতে তাইজুল খরচ করেন ১১৬ রান। ইবাদতের ঝুলিতে যায় ২ উইকেট।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button