ক্রিকেটখেলাধুলা

৯ উইকেট হারিয়ে দিশেহারা পাকিস্তান

জনপদ ডেস্ক: দেশের স্পিনারদের দাপটে গতকাল কোনও উইকেট না হারানো পাকিস্তান তৃতীয় দিনে এসে ৯ উইকেট খুইয়েছে। তৃতীয় দিন সকালে প্রথম ওভারেই টাইগাররা তুলে নিয়েছে দুটি উইকেট।
টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ এখানেই। প্রতিটি সেশনেই রং পাল্টায়। গতকাল পাকিস্তানের প্রতিরোধ ভাঙতে না পারা বাংলাদেশই যেমন। তৃতীয় দিন সকালে শুরুটা করলো দারুণ।  এক তাইজুলের ঘূর্ণির যেন কোনো জবাব নেই পাকিস্তানের ব্যাটসম্যানদের কাছে। নিয়েছেন ৬ উইকেট।
আব্দুল্লাহ শফিক, আজহার আলী হতে শুরু করে বাবর আজম; একে একে সকলেই ফিরছেন সাজঘরে। কিন্তু পথের কাঁটা হয়ে একাই লড়ছেন সেঞ্চুরিয়ান আবিদ আলী। অবশেষে সেই কাঁটাও ভেঙেছেন তাইজুল ইসলাম। এরপর নেন হাসান আলীর উইকেট। সর্বশেষ নোমান আলীকে ফেরান এই স্পিনার।   তার আগে সাজিদ খানকে বোল্ড করে সাজঘরে পাঠান এবাদত হোসেন।
এর আগে, প্রথম দিনটি ভালো কাটলেও দ্বিতীয় দিন শুরু থেকেই একে একে উইকেট পড়ছিল টাইগারদের। অবশেষে ৩৩০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শনিবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দিনের শুরুতেই ফিরে যান লিটন দাস। ২২৫ বলে ১১৩ রানে নিয়ে আজ ব্যাট হাতে নামেন লিটন। নেমে মাত্র ১ রান যোগ করেই ফিরে যান তিনি। এ দিন প্রথম সেশনে ৭৫ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এ দিকে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি মুশফিক। ফিফটির সম্ভাবনা জাগালেও সঙ্গীর অভাবে ৩৮ রানে অপরাজিত থাকতে হয়েছে মেহেদি হাসান মিরাজকে। ফলে বাংলাদেশ অলআউট হয়েছে ৩৩০ রানে। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নিয়ে দুর্দান্ত বল করেছেন হাসান আলি।
তার আগের দিন করা ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে আজকের খেলা শুরু করেছিল বাংলাদেশ।
গত শুক্রবার চট্টগ্রামে টেস্টে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে ইয়াসির আলি চৌধুরী রাব্বির। অপর দিকে এ ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
এ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে খেলে ১১ ম্যাচের কোনোটিতে জিততে পারেনি বাংলাদেশ। ১০ ম্যাচে হার বাকি একটি ম্যাচ হয়েছে ড্র।
বাংলাদেশ একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী ও ইয়াসির আলি রাব্বি।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবীদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

 

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button