ক্রিকেটখেলাধুলা

ভারতীয় ক্রিকেটে ‘হালাল মাংস’ বিতর্ক

জনপদ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে মাংস বিতর্ক চরমে। কানপুরে আগামী ২৫ নভেম্বর শুধু হবে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচের আগে আগে মাংস খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। খবর প্রকাশিত হয়েছে, ভারতীয় খেলোয়াড়দের ‘হালাল মাংস’ খাওয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

দলে মুসলমান এবং হিন্দু ক্রিকেটার থাকায় শূকরের মাংস আর গরুর মাংস খাদ্যতালিকায় না রাখার এই সিদ্ধান্ত উত্তাপ ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি রাজনীতিবিদেরাও সরব হয়েছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, খেলোয়াড়রা কী খাবেন, তা একান্ত তাদের সিদ্ধান্ত। বোর্ডের তরফে কোনও তালিকা প্রস্তত করা হয় না।

বিতর্ক ক্রমশ বাড়তে থাকার মধ্যে ইন্ডিয়া টুডেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধূমল বলেন, ‘এটা (খাদ্য তালিকা) নিয়ে কখনও আলোচনা হয়নি এবং জোর করে চাপিয়ে দেওয়া হবে না। আমি জানি না যে কখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা আদৌও নেওয়া হয়েছে কিনা। আমি যতদূর জানি, তাতে আমরা কখনও ডায়েট সংক্রান্ত বিষয়ে কোনও নির্দেশিকা জারি করিনি। খাদ্যাভ্যাসের বিষয়টি পুরোপুরি খেলোয়াড়দের ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। এক্ষেত্রে বিসিসিআইয়ের কোনও ভূমিকা নেই।’

সঙ্গে তিনি যোগ করেছেন, ‘বিসিসিআই কখনও খেলোয়াড়দের পরামর্শ দেয় না যে কী খেতে হবে এবং কী খেতে হবে না। নিজেদের পছন্দের মতো খাবার খাওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের স্বাধীনতা আছে। তাঁরা নিরামিষাশী থাকবেন কিনা, সেটা তাঁদের উপর নির্ভর করে। তারা ভেগান হবেন নাকি আমিষ খাবেন, তা পুরোপুরি তাদের পছন্দের বিষয়।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button