বরিশাল

বরিশালে করোনা শনাক্তের হার ১.৪৪ শতাংশ

জনপদ ডেস্ক: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী ভর্তি হয়নি। তবে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১০জন রোগী।

মেডিকেলের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত শুক্রবার সকালে শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১০জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়নি কিংবা কোন রোগী ছাড়পত্র নিয়ে বাড়িও ফেরেনি। এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় কোন রোগীর মৃত্যু হয়নি। সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১০ জন রোগী। যার মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শুক্রবার রাতে ৬৯ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.৪৪ ভাগ।

গত বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ৭ হাজার ৩শ’ ৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪শ’ ৩৫ জনের মৃত্যু হয়েছে।

গত ৫ জুলাই মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button