জনপদ ডেস্ক

সেই বিচারকের ভুয়া ছবি দিয়ে তসলিমার টুইট

জনপদ ডেস্কঃ ধর্ষণ মামলায় আসামিকে খালাস দেওয়ার রায়ের পর্যবেক্ষণের প্রতিক্রিয়া দিতে গিয়ে ভুয়া ছবি দিয়ে বিতর্কিত টুইট করেছেন দেশজুড়ে আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন।

তিনি সাবেক তথ্য সচিব কামরুন নাহারকে ভুলভাবে উপস্থাপন করে বিচারক কামরুন নাহার হিসেবে দেখিয়েছেন।

টুইটবার্তায় ইসলামকে তীব্র কটাক্ষ করে তসলিমা নাসরিন বলেন, বাংলাদেশের বিচারক কামরুন নাহার একজন ধর্ষকবান্ধব বিচারক। আমরা হিজাব পরিহিত একজন বিচারকের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করতে পারি না। তিনি (কামরুন নাহার) ‘নারীবিদ্বেষী স্রষ্টার’ ব্যস্ত ইবাদত বন্দেগি নিয়ে ব্যস্ত।

প্রসঙ্গত, তথ্য সচিব কামরুন নাহার ২০২০ সালের ২৯ নভেম্বর অবসরে যান। তিনি বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি তথ্য অধিদফতরের প্রধান ছাড়াও গণযোগাযোগ অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সরবোর্ডের ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সহধর্মিণী।

আর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক। নামের বানানেও দুজনের মধ্যে ভিন্নতা রয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button