আন্তর্জাতিক

দক্ষ বিদেশি পেশাদারদের নাগরিকত্ব দেবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব নির্দিষ্ট কয়েকটি পেশায় গতকাল বৃহস্পতিবার বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার অনুমোদন দিয়েছে।

এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়ে বলা হয়েছে, রাজকীয় ডিক্রি আইনী, চিকিৎসা, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, খেলাধুলা এবং প্রযুক্তিগত ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কাজ করা কিছু উচ্চ-দক্ষ পেশাদারদের সৌদির নাগরিকত্ব দেওয়া হবে।

সৌদি সরকারের লক্ষ্যমাত্রা বা ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ পেশাদারদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা। নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: আরব নিউজ

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button