খুলনা

ট্রেনে কাটা পড়ে দুই মায়ের মৃত্যুর

জনপদ ডেস্ক: খুলনার খানজাহান আলীতে ট্রেনে কাটা পড়ে দুই মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। ছেলেরা একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। রাত গভীর হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন দুই মা। কিন্তু সন্তানদের ডাকতে গিয়ে তারাই আর ঘরে ফিরতে পারেনি।

গতকাল বুধবার রাত ১০টার দিকে খানজাহান আলী থানার আলীম জুট এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান গাবতলা গ্রামের পান্নু মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৪০) ও মশিয়ালী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৫)।

খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি থানা) সহকারী পরিদর্শক (এসআই) অসীম কুমার দাস জানান, সুইপার কলোনির পাশে একটি অনুষ্ঠান হচ্ছিল। মর্জিনা ও শেফালীর ছেলেরা ওই অনুষ্ঠান দেখতে যায়। দীর্ঘ সময়েও তারা বাড়িতে ফিরে না যাওয়ায় তারা তাদের ছেলেদের বাড়িতে নিতে আসেন। ওই সময় মর্জিনা ও শেফালী গোয়ালন্দ থেকে ছেড়ে আসা খুলনাগামী গোয়ালন্দ মেইল ট্রেনে কাটা পড়ে মারা যান।

জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবির আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নগরীর খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, জিআরপি থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button