আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তনে সরকারের পদক্ষেপ চেয়ে এক বাবার অনশন

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের এক ব্যক্তি চান, সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য জলবায়ু পরিবর্তনের বিষয়ে সরকার যেন সাহসী পদক্ষেপ নেয়। এজন্য সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য করতে অনাহারে মৃত্যুবরণ করতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন তিনি। এজন্য গত আটদিন থেকে অনশন করছেন তিনি।

৪৭ বছর বয়সী গুইলারমো ফার্নান্দেজ সাবেক আইটি প্রগ্রামার। গত ১ নভেম্বর থেকে তিনি অনশন করছেন। গ্লাসগো সিওপি২৬ সম্মেলনকে কেন্দ্র করে তিনি অনশন শুরু করেন।

তার দাবি, তার দেশের পরিবেশমন্ত্রী সিমোনেটা সোমারুগা সম্মেলনে যোগ দিয়েছিলেন, জলবায়ু পরিবর্তনের কারণে “জরুরি এবং অন্ধকার” পরিস্থিতি সংসদকে তিনি যেন অবহিত করেন এবং এটি মোকাবেলার জন্য সাহসী ব্যবস্থা গ্রহণ করেন।

পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া ফার্নান্দেজ বলেন, আমাদের ছোট দেশ, আমরা ধনী এবং আমরা ভবিষ্যতের জন্য সমাধান বের করতে পারি। আমাদের এখনই শুরু করতে হবে।

তিনি আরো বলেন, আমি জানি যে আমি যা দাবি করছি, তা কঠিন এবং এটা আদায় করতে গিয়ে আমার মৃত্যু হতে পারে।

তবে এ ব্যাপারে সে দেশের পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়নি।

ফার্নান্দেজ বলেন, তার এ পদক্ষেপের জন্য সন্তানরা গর্বিত।

সূত্র: ইনভেস্টিং ডটকম।

 

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button