অন্যান্যআন্তর্জাতিক

এবার বিশ্বের সর্ববৃহৎ আলুর খেতাব পাচ্ছে হ্যামিলটন

জনপদ ডেস্ক: অন্য দিনের মতো সে দিনও নিজেদের বাগানের আগাছা পরিষ্কার করতে বের হন কলিন এবং ডোনা ক্রেইগ ব্রাউন দম্পত্তি। আর সেই সময় মাটিতে কলিনের কোদালটি আটকে যায়। এতেই খটকা লাগে তাদের। কিছুটা মাটি খুঁড়তেই দেখা মেলে অদ্ভুত আকারের বিশাল এক আলু।

বিষয়টা নিশ্চিত হতে আলুটি এক পাশ থেকে একটু কেটে মুখে দিয়ে দেয় ডোনা। তারপর বলেন, ‘আমরা বিশ্বাসই করতে পারছিলাম না, একটি আলু এত বড় হতে পারে।’

ডোনা বলেন, ‘এই আলু দেখতে অন্য সাধারণ আলুর মতো নয়। আলুটি দেখতে সুন্দর না, অদ্ভুত রকমের। আমরা ভাবছি, এটা বিশ্বের সবচেয়ে বড় আলু।’

তিনি আরও বলেন, ‘এই আলুটি পরিমাপ করে দেখা যায় এটি ওজন ৭.৯ কেজি। আলুর ছোট দুটি বস্তা বা একটি ছোট কুকুরের সমান ওজন সেটির! এই আলুটি ফেসবুকে পোস্ট করেছি আমরা। এটা নিয়ে বাইরে দেখাতে নিয়ে গেছিলাম আমরা।’

হ্যামিলটনের কাছে তাদের ছোট এই খামারে এমন আলুর সন্ধান পাওয়ায় দেখতে ভিড় করেন স্থানীয়রা। এই আলুর নাম দেওয়া হয়েছে ডগ।

এদিকে স্থানীয় ফার্মিং স্টোরে আনুষ্ঠানিকভাবে ওজন দেয়ার পর সেটি ৭.৮ কেজি বলে জানা যায়। বর্তমানে বিশ্বের সবচেয়ে ভারী আলুর ওজন হচ্ছে ৫ কেজির কিছুটা কম। গিনেস ওয়ার্ল্ডের সেই রেকর্ড রয়েছে ব্রিটেনের দখলে।

এই দম্পতি আরো জানান, ‘ডগ’ নামের আলুটিকে স্বীকৃতি দেওয়ার জন্য গিনেস-এ আবেদন করেছেন। সেখান থেকে উত্তরের অপেক্ষায় তারা। যদিও গিনেসের পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।’ তবে আশা করা যায় ‘ডগ’ নাম এই আলুটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে গড়বেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button