পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্রীমঙ্গলে মিললো কালো বক

জনপদ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি ‘কালো বক’ (Black Bitten) উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার (০১ নভেম্বর) দুপুরের দিকে খবর পেয়ে শ্রীমঙ্গল হাইল হাওর থেকে বকটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, এ প্রজাতির বক ‘কালি বক’ নামেও পরিচিত। ইংরেজিতে ‘ব্লাক বিটার্ন’ বলে। মাছ ধরার বড়শিতে ধরা পড়ে এ বকটি। এ জাতীয় কালো রঙের বক আগে সচরাচর দেখা গেলেও এখন আর সচরাচর চোখে পড়েনা। এ পাখিটির বৈজ্ঞানিক নাম Dupetor flavicollis.

সোমবার বিকেলে বনবিভাগের সঙ্গে আলোচনা করে পাখিটি বাইক্কা বিলে অবমুক্ত করা হয় বলেও জানান সজল।

বাংলাদেশের বিপন্ন বন্যপ্রাণী গ্রন্থে উল্লেখ রয়েছে যে, কালো বকের দৈর্ঘ্য ৫৮ সেন্টিমিটার এবং ওজন ৩০০ থেকে ৪২০ গ্রাম। এর খাদ্য তালিকায় রয়েছে নানা জাতের ছোট মাছ, ঘাসফড়িং এবং ব্যাঙ। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের হাওর-বিলে কদাচিৎ দেখা মেলে। এরা বাংলাদেশের বিরল আবাসিক পাখি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button